সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২

নিহত থাকার অধিকার

পাখি উড়ে চলে গেছে; পাখির পালকসম দেহ

সিমেন্টের বস্তার ভারে ডুবে আছে অথৈ নদীতে

মাথার ভেতর আজ সাঁতরায় অলস বুলেট

আর কৌতুহলী ডানকিনা মাছ

একদিন খোয়াজ খিজির বেড়াতে আসে এই জলজ কবরে


এসে সে অবাক। ধলেশ্বরীর ঘোলা জল

ব্যথিত বদনে গোপন করছে স্থলজ হত্যার ভার!

প্রেমিক মিলছে প্রেমিকার সাথে ঠিকই, কেন

নিহত হারাবে নিহত থাকার অধিকার?



অতএব পুশব্যাক। দৃষ্টিসীমায় ফিরে এল

বস্তামুক্ত দেহ। জলের উপরিতলে। অচেনা।

ফুলে ঢোল। সংশয়ী পরিবার ফিরে গেলে

শেষে ডাক পেল আঞ্জুমানে মফিদুল।



এত উদ্বেগ, এত বিবৃতি, জলে স্থলে পতাকা বৈঠক

সাহারা-খিজিরে সমঝোতা হয়ে গেল। তবু নিহত পেল না

নিহত থাকার অধিকার; সমব্যথী পাখি এল ফিরে

অনামা কবরে শুয়ে থাকা দেহটাকে খুঁজে পেল না সেও!



১৫ ডিসেম্বর ২০১১